সিলেট প্রতিনিধি,
সিলেটে পৌঁছেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসাইন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউএস-বাংলা (BS533) বিমানযোগে ঢাকা থেকে সিলেটে আসেন শাহাদাত। পরে নগরীর দরগাস্থ হযরত শাহজালালের (র.) মাজারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
জানা যায়, ব্যক্তিগত সফরে সিলেটে আসেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসাইন। আজ তিনি সিলেট সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। কার্যক্রম শেষে আগামীকাল সকালে বাংলাদেশ বিমানযোগে (BG248) ঢাকায় ফিরবেন।
এর আগে, গত ১৭ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর তাকে সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত করে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এছাড়া আগামী ৩ নভেম্বর ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিন বেলা সাড়ে ১১টায় শপথ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
.এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে তা বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানান বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে একই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে নয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।