স্পোর্টস ডেস্ক,
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মেগা নিলামের আগে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার করে প্রত্যেকটি দল ধরে রাখার সুযোগ পাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা লিগ কতৃপক্ষের কাছে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর চারটি দলের ধরে রাখা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে।
চেন্নাই সুপার কিংস ৫ জন ক্রিকেটারকে ধরে রাখতে যাচ্ছে। যেই তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই চার দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে মাথিশা পাথিরানাকে ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।
চেন্নাই ইচ্ছা করলে পাথিরানার সঙ্গে আরো একও বিদেশিকে ধরে রাখতে পারবে। তবে ক্রিকইনফোর তথ্য মতে, তারা একজন বিদেশি ক্রিকেটারই ধরে রাখছে। তাই বলা যায়, মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে। তবে আসন্ন মেগা নিলাম থেকে আবারও দল পাওয়ার সুযোগ থাকবে মুস্তাফিজের সামনে।
কলকাতা নাইট রাইডার্স মোট ৩ জন ক্রিকেটারকে ধরে রাখতে যাচ্ছে। যেই তালিকায় আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন, হার্শিত রানা ও বরুণ চক্রবর্তী। গত আসরে কলকাতাকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিচ্ছে তারা। লম্বা সময় ধরে নাইট রাইডার্সদের সার্ভিস দেওয়া আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিচ্ছে দলটি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৫ জন ক্রিকেটারকে ধরে রাখতে যাচ্ছে। এই তালিকায় আছেন নিকোলাস পুরাণ, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, মহসিন খান ও আয়ুশ বাদোনি। পুরাণকে একমাত্র বিদেশি হিসেবে রাখছে। আর মহসিন ও আয়ুশকে অনভিষিক্ত হিসেবে ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।
সানরাইজার্স হায়দরাবাদ এই তালিকায় আছেন হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, আভিষেক শর্মা, ট্রাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডি। তাদের মধ্যে ক্লাসেনকে ২৩ কোটি রুপিতে দলে রাখছে হায়দরাবাদ। কামিন্সের দাম ১৮ কোটি, আভিষেকের দাম ১৪ কোটি।