হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত, ২৪ অক্টোবর ২০২৪
হবিগঞ্জে র্যাবের পৃথক সাঁড়াশি অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল। বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলার বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী গ্রামের ওসমান ভুইয়ার পুত্র মাহফুজ ভুইয়া (২৯) ও একই গ্রামের শফি মোল্লার পুত্র সোহাগ (২৮)।
অপর একটি অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হুসেন আল বাদশা (৩৬) চুনারুঘাট উপজেলার গনকিরপাড় এলাকার মতলিব মিয়ার পুত্র। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।