Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটসাকিব কিংবদন্তি, এই সময়ে সবাই তার পাশে থাকা উচিত : মিরাজ 

সাকিব কিংবদন্তি, এই সময়ে সবাই তার পাশে থাকা উচিত : মিরাজ 

 

ক্রীড়া প্রতিবেদক,

ঢাকা টেস্ট গড়ানোর আগে সবাইকে সঙ্গে নিয়ে নিজ দেশের মাটিতে টেস্ট থেকে বিদায় নেবার আকুতি জানিয়েছিলেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে শেরেবাংলায় আজই শেষবার সাদা পোশাকে দেখা যেত দেশসেরা অলরাউন্ডারকে। কিন্তু তার কোনোটাই হয়নি। নিরাপত্তা ইস্যুতে দেশেই আসা হয়নি তার। খেলা হয়নি বিদায়ী টেস্ট।

 

তবে, সাকিব না থাকলেও এই টেস্টের মাঝে নানা আলোচনায় উঠে এসেছে তার নাম। প্রথম দিনের সংবাদ সম্মেলন থেকে শুরু করে আজ ঢাকা টেস্ট শেষের সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এলো সাকিব প্রসঙ্গ।

 

বাংলাদেশের হারের পর সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজের কাছে জানতে চাওয়া সাকিবকে নিয়ে। তখন সাকিবের কীর্তি উল্লেখ করে মিরাজ জানিয়েছেন, খারাপ সময়ে সবার উচিত সাকিবের পাশে থাকা।

 

মিরাজ বলেছেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি। তিনি কেন আসেননি বা খেলতে পারেনি এটা আমার মনে হয় না কারো কাছে অজানা। অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারব না। যেহেতু সে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি আমার কাছে মনে হয়, সবাই তার পাশে থাকা উচিত।’

 

সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা অলরাউন্ডার। তার রিপ্লেস এখনও তৈরি না হলেও সবাই মিরাজকেই সাকিবের উত্তরসূরি মনে করে। মিরাজের কাছেও জানতে চাওয়া এই ইস্যুতে। জবাব মিরাজ তুলনায় গেলেন না। বরং আরেকবার করলেন সাকিব বন্দনা।

 

মিরাজের ভাষায়, ‘আপনারা সবাই এই কথাটা বলেন যে—সাকিব ভাইয়ের জায়গায় আমি! তিনি বাংলাদেশের অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর ধরে দেশের হয়ে খেলছেন। একজন কিংবদন্তি ক্রিকেটার। আমি মাত্র ১-২ বছর হলো রান করা শুরু করেছি, আর উনি শুরু থেকেই রান করেছেন। তো সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমার জায়গায় আমি। এক খেলোয়াড়কে আরেক খেলোয়াড়ের সঙ্গে তুলনা না করাই বেস্ট। আর আমি ব্যাট করি সাত-আট নম্বরে। আর উনি ব্যাট করতেন টপ অর্ডারে। তো আমার যখন সময় আসবে আমি চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments