সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, শাল্লা উপজেলা শহিদ মিনার প্রাঙ্গণে কর্মরত সাংবাদিক, ছাত্র সমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের অনিয়ম দুর্নীতি ও সাংবাদিক আমির হোসেনকে হত্যা পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক জয়ন্ত সেন, আমির হোসাইন, পাভেল আহমেদ, বাদল চন্দ্র দাস, বৈষম্য বিরোধী ছাত্রনেতা খয়েস আহমেদ, রাকিব আহমেদ, টিপু সুলতান।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম গত জাতীয় নির্বাচনে স্বৈরাচারীর দোসর হিসেবে কাজ করছে। তিনি শাল্লায় আসার পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি জড়িয়ে পড়ছে। শিক্ষকদের জিম্মি করে স্লিপ ও ক্ষুদ্র মেরামতের বরাদ্দ থেকে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন। ঘুষ ছাড়া স্বাক্ষর না দেওয়ায় অনেকের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তাকে তাৎক্ষণিকভাবে অপসারণের দাবি করে বক্তারা বলেন, এরকম দুর্নীতিবাজদের বাংলার মাটিতে কোথাও ঠাঁই দেওয়া ঠিক হবে না।