Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারসিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক শ্রীমঙ্গলের ইনাম উল্লা খান

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক শ্রীমঙ্গলের ইনাম উল্লা খান

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলার ইনাম উল্লা খান। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক
মো: ইনাম উল্লা খান শ্রীমঙ্গল উপজেলার জালালীয়া রোড দক্ষিণ এর বাসিন্দা ও মো: ইরফান খান এর ছোট ছেলে এবং ষাড়ের গজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মো: ইনাম উল্লা খান মৌলভীবাজার সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে অনার্স এবং সরকারি তিতুমীর কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

এ বছর প্রাথমিক শিক্ষা পদকের জন্য শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইনাম উল্লা খান বলেন, ‘আমি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলামের ওপর গুরুত্ব আরোপ করি, যা তাদের সার্বিক মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুলের বাচ্চাদের নিজের সন্তানের মতো মনে করি। তাদের ঝরে পড়া রোধ, পড়াশোনায় মনোযোগী করা, সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরণ, নৈতিক মূল্যবোধের শিক্ষাসহ নানাবিধ কর্মকাণ্ডে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত করেছিলাম। যার স্বীকৃতিস্বরূপ আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ , তারপর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এবং বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। তিনি আরও বলেন,স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও হয়তো ব্যতিক্রম নয়। এ স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাকে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ’আমি যেন জাতীয় পর্যায়েও আমার এ কৃতিত্ব ধরে রাখতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ইনাম উল্লা খান শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তিনি শ্রীমঙ্গলবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার পদাঙ্ক অনুসরণ করে উপজেলার সকল শিক্ষক আরও ভালো করবেন সেই প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, এর আগেও তিনি ২০২২ সালে জেলা ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
তিনি শ্রীমঙ্গল উপজেলার প্রথম আইসিটি এম্বাসাডর এবং সংসদ টেলিভিশনে ৩৩টি ক্লাস ও বাংলাদেশ বেতারে ২১টি ক্লাসের রেকর্ডিং করেছেন।
এ নিয়ে তিনি তিন বার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন এবং একই সাথে তিনি নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য হিসেবেও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments