সিলেট প্রতিনিধি,
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে সদ্য নিয়োগকৃত পাবলিক প্রসিকিউট (পিপি) এটিএম ফয়েজ উদ্দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমানের নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও সদ্য নিয়োগপ্রাপ্ত সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হালিম (এপিপি), অ্যাডভোকেট রিপন পাটোয়ারী (এপিপি), অ্যাডভোকেট ওবাইদুর রহমান ফাহমিদ(এপিপি), অ্যাডভোকেট মোবারক হোসেন (এপিপি)সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশের আইনজীবীরা।
সরকারের পট পরিবর্তনের ফলে বাংলাদেশের বিভিন্ন আদালতের জিপি ও পিপি পদে নতুন করে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে সিলেট জেলা ও মহানগর আদালতের বিভিন্ন কোর্টের পিপি নিয়োগ দেওয়া হয়।
কিন্তু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশ (অ্যাডভোকেট বদরুল আহম চৌধুরী) পন্থিরা জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সদ্য নিয়োগকৃত পিপিদের নিয়োগ বাতিলের দাবিতে ঐ সমাবেশ করেন।
নিয়োগকৃত পিপিরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন কিন্তু আইনজীবী ফোরামের একাংশের আইনজীবীরা নিয়োগকৃত পিপি দ্বয়ের অফিসে তালা মেরে রাখায় নব নিযুক্ত পিপি অফিস করতে পারেননি।