সিলেট প্রতিনিধি,
সিলেটে প্রধান উপদেষ্টার সচিব মো. সাইফুল্লাহ পান্নার সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, ডিআইজি মুশফেকুর রহমান, এসএমপি কমিশনার রেজাউল করীম, সিলেট জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রাব্বি, আনসার ভিডিপি উপ মহাপরিচালক জিয়াউল হাসানসহ সিলেটের বিভিন্ন দফতরের প্রধানরা।
সভায় বক্তারা বলেন, সিলেট একটি পর্যটন এলাকা হিসেবে এর গুরুত্ব অনেক বেশি। এছাড়া সিলেট হাওর এলাকা হওয়ায় আগাম বন্যায় ফসল ক্ষতির আশঙ্কা থাকে। সিলেটে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম ভালো রয়েছে। তবে ডাক্তারদের এখানে কিছুটা স্বল্পতা রয়েছে। সিটি কর্পোরেশন নতুন করে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে সুশাসনের সমস্যা রয়েছে এবং স্বচ্ছতার প্রয়োজন আছে।
৫ আগস্টের পরে পুলিশের মনোবল নাজুক অবস্থায় ছিল। একে ফাংশনাল করার জন্য বিভিন্নভাবে মোটিভেশনসহ এখানে সর্বস্তরের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। দুর্গাপূজয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া।
এ সময় সিলেটের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তার সমাধানের জন্য উদ্যোগী হয়ে কাজ করার ও ম্যানেজমেন্ট সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করেন সচিব।
তিনি বলেন, সরকারের প্রথম এজেন্ডা সংস্কার করা ও দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না, যে অফিসের কাজের জন্য রাতে ঘুম না হয়। আপনার অফিসের আওতায় যদি কেউ দুর্নীতি করে তাহলে আপনাকেসহ দায়বদ্ধ করা হবে এবং ব্যবস্থা নেয়া হবে।