Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা 

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা 

 

স্পোর্টস ডেস্ক,

 

ওমানে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম ম্যাচে আজ শুক্রবার (১৮ অক্টোবর) মাঠে নামে বাংলাদেশ ‘এ’ দল। জয় দিয়ে আসর শুরু করেছেন আকবর-রিপনরা। হংকং ও চায়নার সম্মিলিত দলকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ।

 

আগে ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে ১৫০ রান তোলে হংকং-চায়না। জবাবে ১৮.২ ওভারে পাঁচ উইকেটে ১৫১ করে বাংলাদেশ।

 

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি হংকং-চায়নার ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তবে, স্রোতের বিপরীতে একাই লড়াই করেন বাবর হায়াত। ৬১ বলে দুই চার ও সাতটি ছক্কায় ৮৫ রান আসে হায়াতের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক নিজাকাত খান। এর বাইরে এহসান খান ১৩ রানে অপরাজিত থাকেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

 

বাংলাদেশের পক্ষে চার ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন রিপন মন্ডল। এমন বোলিং নৈপুণ্যে ম্যাচসেরাও হন তিনি।

 

রান তাড়ায় শুরুটা ভালো হয় বাংলাদেশের। জিসান আলম ও পারভেজ হোসেন ইমন মিলে ওপেনিংয়ে এনে দেন ৩২ রান। ইমন ২৮ রান করলেও জিসান থামেন ১১-তে। বাংলাদেশের জয়ের পথ সুগম হয় অধিনায়ক আকবর আলীর ব্যাটে। ২৪ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৫ রান করেন তিনি। যা ইনিংসে লাল-সবুজের পক্ষে সর্বোচ্চ। ২২ বলে ২৯ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। আকবরের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে অন্যদের ছোট কিন্তু কার্যকরী দুটি ইনিংসে ১০ বল হাতে রেখে জয়ের ঠিকানায় পৌঁছায় বাংলাদেশ ‘এ’ দল।

হংকং-চায়নার পক্ষে বল হাতে চেষ্টা করেছিল এহসান খান। চার ওভারে মাত্র ১২ রানে তিন উইকেট নেন তিনি। সেটি অবশ্য বাংলাদেশের জয়ের পথে বাধা হতে পারেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments