Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটমাশরাফীকে অধিনায়কত্ব দেওয়ায় সিলেটে বি*ক্ষো*ভ 

মাশরাফীকে অধিনায়কত্ব দেওয়ায় সিলেটে বি*ক্ষো*ভ 

নিজস্ব প্রতিবেদক,

সিলেট শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়,

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে সিলেট স্ট্রাইকার্স মাশরাফী বিন মোর্ত্তজাকে অধিনায়ক করায় বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয় হুঁশিয়ারি।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিলেট রিকাবি বাজারসংলগ্ন জেলা স্টেডিয়ামের সামনে সিলেট শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের মালিকপক্ষকে সতর্ক বার্তা দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

 

মহসিন আহমেদ সিলেট দক্ষিণ সুরমা কলেজ, নাফিল সিলেট সরকারি শাহপরান কলেজ, তাসিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, জিহাদ দক্ষিণ সুরমা সরকারি কলেজ সিলেট, তাহমিদ মদন মোহন কলেজ সিলেটসহ অন্যান্য স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।

 

মাশরাফীকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট। ঐ ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছিল ৪০ লাখ টাকা।

 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ১০ সেপ্টেম্বর মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়। নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

 

পরে সিলেট স্ট্রাইকার্সের সাড়ে ৪ কোটি টাকার শেয়ার জোরপূর্বক নেয়ার অভিযোগে সাবেক এমপি মাশরাফীর বিরুদ্ধে মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী। মামলায় মাশরাফী বিন মোর্ত্তজা, হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, কে এম রাসেল, বাবলুসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

 

রাজধানীর পল্লবী থানায় এ মামলা করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সিলেট স্ট্রাইকার্সের স্বত্ব কেনার সময় ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী।

 

যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে অবশ্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল সিলেট স্ট্রাইকার্স। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, মাশরাফীর দলটিতে এক শতাংশের মালিকানাও ছিল না। মামলার বাদী নিজেই একপর্যায়ে মালিকানা ছেড়ে দেন। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলার কথাও এতে জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments