সিলেট প্রতিনিধি,
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মানববন্ধন।
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন আলমপুরে অবস্থিত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের অভ্যন্তরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে দুই দফা দাবি বাস্তবায়ন, পল্লী বিদ্যুৎ সমিতিতে বিভিন্ন পদে কর্মরত ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও আরইবি কর্তৃক বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম কারিগরি আরিফ হাসান ফাহাদ, জুনিয়র ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, লাইনম্যান মিয়া মোহাম্মদ মামুন, এজিএম মুনতাসির মজুমদার প্রমুখ
দীর্ঘদিন যাবৎ আরইবি কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ করে আসছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সুপারিশে আন্দোলন কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্বে দেওয়ায় কয়েকজনকে গ্রেফতার এবং ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর প্রেক্ষিতে আজকের কর্মসূচি পালন করা হয়েছে।