সিলেট প্রতিনিধি
সারিনদী বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করা হয় –
সিলেটের জৈন্তাপুরে সারিনদী বালুমহাল এলাকায় টাস্কফোর্সের অভিযানে বালু ও পাথর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে উত্তোলনকৃত আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু, আনুমানিক ১২ হাজার ঘনফুট পাথর এবং ৪টি ট্রাক জব্দ করা হয়।
জানা গেছে, সারিনদী বালুমহালে বেশ কিছুদিন যাবত বেপরোয়াভাবে বালু-পাথর উত্তোলন করা হচ্ছিল। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদফতর।