Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটমাশরাফীকে নেয়ার কারণ জানালো সিলেট

মাশরাফীকে নেয়ার কারণ জানালো সিলেট

 

ক্রীড়া প্রতিবেদক,

টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। গত বিপিএলে টাইগারদের এই সাবেক অধিনায়ক খুব একটা আলো ছড়াতে না পারলেও এবার তাকে নিয়ে আশাবাদী সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক।

 

মাশরাফীকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট। যদিও ড্রাফটের আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফীকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।

 

বিপিএলের একাদশ আসরের নিলাম শেষে মাশরাফীকে নিয়ে মামুনুল বলেন, ‘মাশরাফী আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফী অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। গত বছর হয়তো সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু আগের বছর সে ভালো করেছে। এবারও আশাকরি ভালো কিছু করবে।’

 

এছাড়া দল নিয়ে মামুমুল বলেন, ‘আমরা একটা ভারসাম্যপূর্ণ গড়ার চেষ্টা করেছি। যেভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুসারে আমরা একজন বাদে নিজেদের পছন্দ মতো দলই পেয়েছি। মাঠে তারা নিজেদের সেরাটা দেবে বলেই বিশ্বাস করি।’

 

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। ড্রাফটে অংশ নেয় ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার।

 

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড:

 

দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

 

বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments