Friday, November 22, 2024
Homeশিক্ষাসিলেট বোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ

সিলেট বোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেট শিক্ষাবোর্ডে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গত বছরের চেয়ে এবার ফলাফল ১৩ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকাশিত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

 

তিনি জানান, এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৮৬৯ ও মেয়ে ৩ হাজার ৮২৯ জন। এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

 

এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ১৬৫ জন। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ১২ জন। পাসকৃতদের মধ্যে ৩৩ হাজার ৮১১ জন ছেলে ও ৪৯ হাজার ৩৫৪ জন মেয়ে।

 

জেলাভিত্তিক ফলাফলে এগিয়ে আছে সিলেট। এ বছর সিলেটে ৩১ হাজার ৫০৬ জন, হবিগঞ্জে ১২ হাজার ৫২২ জন, মৌলভীবাজারে ১৩ হাজার ৩৩২ জন এবং সুনামগঞ্জে ১৩ হাজার ৬৫২ জন শিক্ষার্থী পাস করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments