Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটসকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে: সিলেটের বিভাগীয় কমিশনার

সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে: সিলেটের বিভাগীয় কমিশনার

 

 

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট: সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন,

সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক।

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী আরও বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেওয়া হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম।

স্থানীয় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জাফলং চা-বাগান এলাকায় একটি বিদ্যালয়ের খুবই প্রয়োজন মনে করছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে সর্বজনীন দূর্গা মন্ডপ পরিদর্শন শেষে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী উপরোক্ত কথা বলেন।

পরিদর্শনকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ আহমদ, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ নিতাই, জাফলং চা বাগান পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জন প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীেরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments