Friday, November 8, 2024
Homeশিক্ষাশাবিপ্রবির ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা গ্রে*ফতার

শাবিপ্রবির ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা গ্রে*ফতার

বিশেষ প্রতিনিধি,

নাশকতার মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদধারী দুইজন নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ৩টায় সিলেট র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা যায়, সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ সদর থানা এলাকা থেকে এ দুই আসামিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হওয়া দুই আসামিদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক। তিনি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

 

অপরনেতা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রেফতারকৃত দুজনই গত ২০ আগস্ট কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যার আসামি। গত ১৯ জুলাই রুদ্র সেন ছাত্র আন্দোলনে আহত হয়ে পানিতে ডুবে মারা যান।

ছাত্র আন্দোলন চলাকালে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শাহপরাণ হলে মাদক ও অস্ত্র উদ্ধারে তল্লাশি চালায়। এতে ঐদিন গ্রেফতার হওয়া আশিকের কক্ষ ৪২৭ নম্বর রুম এবং অমিতের কক্ষ ৪২৩ নম্বর রুম থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে তল্লাশিকারী শিক্ষার্থীরা।

 

সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বলেন, ‘নাশকতার মামলায় ময়মনসিংহ সদর থানা এলাকা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে এ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিদের সিলেট মহানগরের কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া এ মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments