দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম ফজলুল করিম রুমি। উপস্থিত ছিলেন,সমাজসেবক সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, থানার এসআই আবুল বাশার,প্রশিক্ষণে ফিল্ড সুপারভাইজার তাহির হোসেন, লোকমান হোসেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করেন।