Friday, November 8, 2024
Homeঅন্যান্যপ্রযুক্তিশাবিপ্রবিতে ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত

শাবিপ্রবিতে ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত

বিশেষ প্রতিনিধি,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ নভেম্বর।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ১৭৭তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

 

উপ-উপাচার্য বলেন, নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ আগামী ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ঠিক হয় না বলে নির্ধারিত তারিখ নির্ধারণ করা হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো একজন উপদেষ্টা কিংবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে অতিথি হিসেবে রাখার জন্য আমরা চেষ্টা করছি।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম বলেন, ‘গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। বিশ্ববিদ্যালয়ে ২৮টি বিভাগে মোট আসন রয়েছে ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে গুচ্ছের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ে মেরিটের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ১৬টি আসন ফাঁকা আছে। এসব আসনে কোটা প্রার্থীদের ভর্তি করানো হবে।’

 

তিনি বলেন, ‘চূড়ান্ত ভর্তি নবীনবরণ তারিখের ওপর নির্ভর করছে। যেদিন নবীনবরণ হবে, তার দুইদিন আগে থেকে চূড়ান্ত ভর্তি নেওয়া হবে। এতে নবীন শিক্ষার্থীদের বাসা থেকে আবার আসা-যাওয়া করা লাগবে না। ভোগান্তি কম হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments