ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে সচেতনতা ক্যাম্পেইনও হেলমেট পরিহিত মোটর সাইকেল চালকদের রজনী গন্ধ্যা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শনিবার (৫ অক্টোবর)দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় এই সচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাফিক সার্জেন্ট ঝন্টু বৈদ্য। ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাস ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে আজ দুপুরে সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া হেলমেটবিহীন চালকদের হেলমেট পরিধান করার ব্যাপারেও সচেতন করা হয়।
পুলিশ সার্জেন্ট মন্টু বৈদ্য বলেন, মোটরসাইকেল চালানোর সময় নিজের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না, কারণ আপনার জীবনের সঙ্গে আরও অনেকগুলো মানুষের জীবন সম্পৃক্ত। তিনি আরও বলেন, নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করতে অবশ্যই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, ২২অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমরা মাস ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে আজ দুপুরে সড়কে হেলমেট পরে মোটরসাইকেল চালানোয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে কাজ করছি নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখা। এই কার্যক্রমের অংশ হিসেবে হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান মামুন, অর্জুন ঘোষ, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, প্রচার সম্পাদক মো: ইয়াছিন তালুকদার, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, কার্যকরি সদস্য মো: আবুল কাশেম, মো: রবি উদ্দিন, মো: শরিফ মিয়া প্রমুখ।