Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসিংচাপইড় ইউনিয়নে বন্যা সহনশীল,  ৪২টি পরিবারকে ঘর হস্তান্তর।

সিংচাপইড় ইউনিয়নে বন্যা সহনশীল,  ৪২টি পরিবারকে ঘর হস্তান্তর।

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নাধীন (STEP) প্রকল্প-এর আওতায় ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে বন্যা সহনশীল ৪২ টি পরিবার কে ঘর হস্তান্তর করা হয়। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে উপকার ভোগীদের মধ্যে ঘরের মালিকানা কাগজ হস্তান্তর করা হয়।

 

১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা সত্যারানী পাল এর সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফুলেন সুত্রধরের ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কমিউনিটি মোবিলাইজার মোছাঃ রহিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সৈয়দ মুনসুর আহমদ,উপকারভোগীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহারুল আলম, ইঞ্জিনিয়ার এনামুল হক,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলম,ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির গণমাধ্যম প্রতিনিধি উজ্জীবক সুজন তালুকদার, তরুণ সমাজ কর্মী রানা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল বলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ বিগত কিছু দিন পূর্বে আমাদের ইউনিয়নের ১০০ টি পরিবার কে নগদ ৬ হাজার টাকা ও ১০টি গোসলের সাবান,১১টি লন্ডি সাবান,৪টি টুথব্রাস,১টি টুথপেষ্ট,১টি প্লাস্টিক বালতি,১টি প্লাস্টিক মগ,স্যানিটারি ন্যাপকিন প্যাকেট সহ চিড়া সহায়তা দিয়েছে পাশাপাশি বন্যা সহনশীল ৪২ টি পরিবার কে ঘর নির্মাণ করে দিয়েছে।

 

আর সেই নির্মাণাধীন ঘরের মালিকানা উপকারভোগীদের বুঝিয়ে দিয়েছেন সাথে ৪২ টুলবক্স ও পরিষদ কে দুর্যোগ মোকাবেলায় সরঞ্জাম উপহার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে। তাই ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ইসলামিক রিলিফ বাংলাদেশ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাবেক ইউএনও নুরের জামান চৌধুরী’র মাধ্যমে সিংচাপইড় ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ ডুকেছে এবং বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে আসছে এতে আমি কৃতজ্ঞ।

বর্তমান ইউএনও গোলাম মোস্তফা মুন্না মহুদয় ও সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছেন আমি আশাবাদী মেয়াদ কালীন সময়ে করে যাবেন। সভা শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন প্রশাসক কর্মকর্তা ফুলেন সুত্রধরের উপস্থিতিতে আশ্রয়

প্রকল্পে উপকারভোগী ২০ টি পরিবার কে সচেতনতামূলক বার্তা দিয়ে আশ্রয়ণ প্রকল্পে ২০ টি ঘরের মালিকানা কাগজ হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল এসময় অতিথিবৃন্দ সহ গ্রাম পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments