বিশেষ প্রতিনিধি,
সিলেটে পাসপোর্ট অফিসে ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি জানিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রাটি সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার হতে বিভাগীয় পাসপোর্ট অফিস অভিমুখে রওনা দেন। এ সময় সংস্থাগুলো তাদের পাঁচটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো-
ক) অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পাসপোর্ট অফিসে যাওয়া নিশ্চিত করতে হবে।
খ) পাসপোর্ট যেদিন ডেলিভারি দেওয়ার কথা সেদিন দিতে হবে, পরবর্তীতে যেন হয়রানি না হয় তা নিশ্চিত করতে হবে।
গ) অনলাইনের মাধ্যমে সব কাগজপত্র জমা দেওয়ার সিস্টেম চালু করতে হবে।
ঘ) পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করতে হবে।
ঙ) পাসপোর্ট অফিসে ভিআইপি পরিচয় ব্যক্তি বলে অনেকে সুযোগ-সুবিধা নেয় তাহা বন্ধ করতে হবে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন মো. এহসানুল হক তাহের, সভাপতি কার্যকরী কমিটির সিলেট কল্যাণ সংস্থা, প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট কল্যাণ সংস্থা, যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
এ ছাড়া আলহাজ মুক্তার আহমেদ তালুকদার বিভাগীয় কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি নাগপুর হোসাইন, সিনিয়র সহ সভাপতি বিভাগীয় কমিটি, আব্দুর রহমান সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা কমিটি, গণেন্দ্র চন্দ্র দেশমুখ, কথা সাহিত্যিক ও কবি। মো. রফিকুল ইসলাম সীতাব, সাধারণ সম্পাদক সিলেট মহানগর কমিটি সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জানান, সাধারণ জনগণের টাকায় পরিচালিত সর্বপ্রকার সরকারি অফিস থেকে রাজনীতি বন্ধ করতে হবে। এ ছাড়া বাংলাদেশকে স্বনির্ভর করতে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণার দাবি জানান তারা।