Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটমঙ্গলবার থেকে ৪ দিন বৃষ্টির আভাস, ভারি বৃষ্টির সম্ভাবনা আছে সিলেটে।

মঙ্গলবার থেকে ৪ দিন বৃষ্টির আভাস, ভারি বৃষ্টির সম্ভাবনা আছে সিলেটে।

 

নিজস্ব প্রতিবেদক,

 

মধ্য আশ্বিনে সারাদেশে টানা চার দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল থেকে সারাদেশে টানা বৃষ্টি শুরু হবে, যা ৪ তারিখ পর্যন্ত চলবে।

 

“বিশেষ করে সিলেটে ভারি বৃষ্টি ও ময়মনসিংহ-চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা আছে। আর দেশের অন্যান্য জায়গায় গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।”

 

আর সোমবার ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি জানিয়ে তিনি বলেন, “আজ ঢাকার আবহাওয়া মেঘলা থাকবে। কিছুটা বৃষ্টিরও সম্ভাবনা আছে।”

 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে সিলেটে, ১১৩ মিলিমিটার। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়ার সকালের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

 

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে সোমবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments