Friday, November 8, 2024
Homeধর্মভারতে মহানবী (সাঃ)কে কটূক্তি করার প্রতি*বাদে বানিয়াচংয়ে তাওহীদি ও ছাত্র জনতার বি*ক্ষো*ভ

ভারতে মহানবী (সাঃ)কে কটূক্তি করার প্রতি*বাদে বানিয়াচংয়ে তাওহীদি ও ছাত্র জনতার বি*ক্ষো*ভ

 

 

শাহ সুমন, বানিয়াচং ঃ-

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভারতের পন্ডিত রামগিরি প্রিয় নবী মুহাম্মদ (সাঃ)কে কটূক্তি করার প্রতিবাদে বানিয়াচংয়ে তাওহীদি ও ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় তাওহীদি ও ছাত্র জনতার আয়োজনে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড় বাজার প্রদক্ষিণ হয়ে বানিয়াচং শহীদ মিনারে শেষ হয়।

বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যের‌ই বিজেপি বিধায়ক নিতেশ রানা।

বক্তারা আরও বলেন, পৃথিবীর কোনো ধর্ম‌ই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছার দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments