Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগফ্রান্সে ছাতকের আব্দুল দয়াছ গণসংবর্ধিত

ফ্রান্সে ছাতকের আব্দুল দয়াছ গণসংবর্ধিত

সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ জেলা প্রতিনিধি):::

সুনামগঞ্জ জেলার ছাতক জাউয়া এলাকার কৃতিসন্তান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল দয়াছ ফ্রান্সে গণসংবর্ধিত।

গত শনিবার (২৬ আগস্ট) দুপুরে ফ্রান্সের প্যারিস শহরের একটি বিলাস বহুল হোটেলে ছাতক দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের আয়োজনে সমাজসেবক আব্দুল দয়াছ সংক্ষিপ্ত সফরে ফ্রান্সে আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা সহ গণসংবর্ধনা জানানো হয়।

গণসংবর্ধনা অনুস্টানে প্রধান অতিথির বক্তব্যে শুরুতেই ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুল দয়াছ- প্রয়াত আতাউর রহমান, তকদ্দুস আলী, চাঁন মিয়া ও কবি আব্দুল ওয়াহিদ সাহেবের রুহের মাগফেরাত কামনা করে বলেন এই গুণিজনেরা দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে একত্রে কাজ করেছেন। ছাতক-দোয়ারা জন্য কল্যাণ পরিষদ দলমত নির্বিশেষে এলাকায় উন্নয়নে কাজ করেছে আগামীতে এধরনের উন্নয়ন কাজের ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। এসময় তিনি এই সংগঠনের মঙ্গল কামনা করে সর্বাত্তক সহযোগীতা আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, ফ্রান্সের মতো ব্যস্ত শহরে আপনারা কাজ ফেলে আমার আসার খবরে এতো সল্প সময়ে এতো বিশাল আয়োজনে আমি সংগঠনের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই।

গণসংবর্ধনায় ছাতক-দোয়ারা জন্য কল্যাণ পরিষদ ফ্রান্সের সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে কায়সার আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি নুরুল আবেদিন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইপিবি ফ্রান্সের সভাপতি ফারুক খান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সায়েম।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি মাওলানা কাউছার উদ্দিন, বিশেষ অতিথি সংগঠনের সাবেক সভাপতি মনোয়ার হোসাইন মুজাহিদ, জামিনুল হক, হিলেম আহমেদ, জমির উদ্দিন, এনামুল ইসলাম, জাহেদ হোসেন, বুরহান উদ্দিন, তাওহিদ হাসান, সুবুজ হুসাইন, মাজু হাসান,শামসুল ইসলাম, শেখ রিমন, মিনহাজুল ইসলাম রনি, রাসেল আহমেদ, কোহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক সাঈদ আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments