Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে অটোরিকশা-অটোটেম্পুচালক শ্রমিক জোট সমাবেশ

সিলেটে অটোরিকশা-অটোটেম্পুচালক শ্রমিক জোট সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও অটোটেম্পুচালক শ্রমিক জোটের যৌথ উদ্যোগে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলার দক্ষিণ সুরমা চন্ডিরপুল এলাকায় সিএনজি মেট্রো গাড়ি আলাদাকরণ ও অবৈধ ব্যাটারিচালিত রিকশা, টমটম, ইজিবাইক বন্ধ করণের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের যৌথ উদ্যোগে প্রতিনিধি সমাবেশে বেশকিছু দাবি তুলে ধরা হয়।

 

দাবিসমূহ হলো-

 

ক। সিলেট জেলা ও মেট্রো এলাকায় সিএনজি অটোরিকশাকে আলাদা করার প্রক্রিয়া কাজ শুরু করা হয়েছে। কেবল রঙ দিয়ে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা বিধিসম্মত নয়। সিলেট মেট্রো এলাকার গাড়ি সিলেট মেট্রো নম্বর প্লেট দিয়ে ও রোড পারমিট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত স্থগিত করতে হবে।

 

খ। সিলেট জেলায় ২০১৪ সাল থেকে রেজিস্ট্রেশন প্রদান বন্ধ রয়েছে। কিন্তু সিলেটের শো-রুমগুলো গাড়ি বিক্রি বন্ধ করেনি। সাধারণ মালিক ও শ্রমিকরা রেজিস্ট্রেশন পাওয়ার আশায় সরকারকে পর্যাপ্ত ভ্যাট, টেক্স প্রদান করে ক্রয় করেছেন। এরপর রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তারপরও অবৈধ যানবাহনের কাতারে দাঁড় করিয়ে এই গাড়িগুলোর প্রতি সুবিবেচনামূলক কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অনতিবিলম্বে গাড়িগুলোকে রেজিস্ট্রেশন প্রদান করতে হবে।

 

গ। সিলেটের বিভিন্ন জেলা থেকে আগত ডাম্পিংকৃত সিএনজি অটোরিকশা চলাচল জেলা ও মহানগরে বন্ধ করতে হবে। সঙ্গেসঙ্গে নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত রিকশা, টমটম, ইজিবাইক, মহানগর ও জেলায় চলাচল বন্ধ করতে হবে এবং শো-রুমগুলোতে বিক্রি বন্ধ করতে হবে। অবৈধ যানের বিরুদ্ধে অভিযান জেলা ও মহানগরে অব্যাহত রাখতে হবে।

 

ঘ। সিলেট জেলা ও মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার পার্কিং স্থানের ব্যবস্থা করতে হবে।

 

ঙ। সিলেট জেলা ও মেট্রো আরটিসিতে সিএনজি অটোরিকশার মালিক শ্রমিক প্রতিনিধি নিয়োগ দিতে হবে।

 

চ। সড়ক পরিবহনের বিতর্কিত আইন-২০১৮ এর সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা সংক্রান্ত মাত্রাতিরিক্ত জরিমানা কমিয়ে আনতে হবে।

 

প্রতিনিধি সমাবেশে সিলেট জেলার সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া, সহ-সভাপতি মো. সুন্দর আলী খাঁন, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া এবং সিলেট জেলার সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলীম ভাসানী, কার্যকরী সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ ও বিআরটি মাইকিং করে জেলায় মেট্রো সিএনজি চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। সেই আদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় সংশোধন করে সিএনজি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

 

বর্তমানে সিলেট মহানগরীতে অবৈধ অটোরিকশা ও অন্যান্য অবৈধ যানবাহন বন্ধে পুলিশ প্রশাসন অভিযান পরিচালনা করছে। এ অভিযানকে সমর্থন জানান তারা। কিন্তু অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার সমালোচনা করেন।

 

সিলেট মহানগরীতে সিএনজি অটোরিকশা ও অটোটেম্পুর জন্য পার্কিংয়ের ব্যবস্হা করার দাবিও জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments