সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ কর্মসূচি পালন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ শহরস্থ পুরাতন বাসস্ট্যান্ডে এ গণসমাবেশ কর্মসূচি পালিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। গণসমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শায়খ আব্দুল বাছির, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহার উদ্দিন যাকারিয়া, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মনির হোসেন কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের জুলুম-অত্যাচারের পর ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতন হয়৷ গণঅভ্যুত্থানের সুফল যেন কেউ ছিনিয়ে নিতে না পারে; সেজন্য আমরা জাগ্রত থাকব। ভারতের সরকারের কাছে দাবি, খুনি হাসিনাকে ফিরিয়ে দিতে, তাকে বিচারের আওতায় আনতে। ভারত বাংলাদেশকে নিয়ে অনেক খেলেছে। আমরা বাংলাদেশের অন্যায়-দুর্নীতি সহ্য করব না। যারা ভারতের মদনপুষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের খুঁজে বের করতে হবে।
এ সময় বক্তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ইসলাম ও রাষ্ট্র দুটিকে সমান গুরুত্ব দিতে হবে। আগামী নির্বাচনে যারা ত্যাগী নিবেদিত প্রাণ, তাদেরকে আমরা নির্বাচনের প্রার্থী করব।