Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন

শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

“বিজ্ঞান শিক্ষার অগ্রাধিকার, সমৃদ্ধ করবে জ্ঞানের ভান্ডার” এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা -২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের দেববাড়ী সড়কে অবস্থিত সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের হলরুমে সহকারি শিক্ষক কাজরী গোস্বামীর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনক দেববর্মা প্রমুখ।

বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার যোসেফ গমেজ।

বিজ্ঞান মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের ৬৭টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা মেধার পরিচয় দেয়। মেলায় শিক্ষার্থীরা ‘পরিবেশ বান্ধব প্রকল্প, উদ্ভিদের বিভিন্ন অংশ, সৌর জগৎ, জেনারেটর, সিকিউরিটি এ্যালার্ট, ট্রাফিক ব্যাবস্থাপনা ও যানজট মুক্ত শহর, মানবদেহ, আইসিটি, মোটরসাইকেল ও পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি প্রদর্শনী তুলে ধরে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments