Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাট অ্যাসোসিয়েশন দু-লা ফ্রান্সের আনন্দঘন সমুদ্র ভ্রমন সম্পন্ন

গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন দু-লা ফ্রান্সের আনন্দঘন সমুদ্র ভ্রমন সম্পন্ন

গোয়াইনঘাট(সিলেট),মতিউর রহমান (দুলাল)::

ফ্রান্সে অবস্থানরত গোয়াইনঘাটের সকল প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন দু-লা ফ্রান্স এর বার্ষিক বনভোজন ও সমুদ্র ভ্রমণ সম্পন্ন হয়েছে। এতে গোয়ানঘাটের ফ্রান্সে অবস্থানরত সকল প্রবাসীরা অংশগ্রহণ করেন। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফ্রান্সে এবারের বার্ষিক বনভোজনে দুইটি দূর পাল্লার বাসে করে প্রায় ১০০ জন প্রবাসী বনভোজনে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রভাষক ফখরুদ্দিন, বিধান চন্দ্র ধর, মোজাম্মেল আলী, আবুল হোসেন, জিল্লুর রহমান, মইন উদ্দিন, জুবায়ের আহমেদ, মোস্তাক আহমেদ প্রমুখ।

গোয়াইনঘাট এসোসিয়েশন দো-লা ফ্রান্সের সভাপতি আতাউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক আরিফ মাহমুদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতেন, সহ সভাপতি হেলাল আহমদ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আহমদ, পলাশ ভদ্র, গোলাম রব্বানী বাদশা, সালেহ আহমদ, রায়হান আহমেদ, ফাহিম আহমেদ, আব্দুল কাদির জিলানী, মাহমুদুল হাসান মাসুম, মোশাররফ হোসেন মাসুম, মোহাম্মদ কালামিয়া, ফখরুল ইসলাম, মিনহাজুল আবেদিন নান্নু সহ আরো অনেকে।
যাত্রা পথে প্রতিভাবান প্রবাসীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বনভোজন স্থলে আকর্ষণীয় হাড়িভাঙ্গা রশি টান সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

অবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল প্রবাসীদের উদ্দেশ্যে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ ও উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রভাষক ফখরুদ্দিন। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা ও ফ্রান্সে অবস্থানরত গোয়াইনঘাটের প্রবাসীদের একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments