সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বর্ণিক প্রমুখ।
সভায় বক্তারা জানান, পূজাকে কেন্দ্র করে যুবকরা নামে-বেনামে মোটর সাইকেল শোডাউনসহ যত্রতত্র যানজট লাগিয়ে রাখে এবং ছিনতাইরও ঘটনা ঘটে। বিশেষ করে রিকশা চালকরা যেমন তেমন করে চলাচল করে শহরের সব জায়গায় জট লাগিয়ে দেয়।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সচেতন থাকার তাগিদ দেওয়া হয়। সবদিক বিবেচনা করে পূজায় যাতে কোন স্বার্থান্বেষী মহল কোন ক্ষতি করতে না পারে এ জন্য জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য দফতরের কর্মকর্তাদের সজাগ থাকার অনুরোধ জানানো হয়।