বিশেষ প্রতিনিধি,
হবিগঞ্জের বাহুবলের বাবনাকান্দি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইছাক উল্লাহর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আরাজু মিয়ার সঙ্গে একই গ্রামের মোশাহিদ মিয়াসহ তার লোকজনের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে এক নিহত হন এবং আহত হন অন্তত অর্ধশতাধিক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।