নিজস্ব প্রতিবেদক,
সিলেট বন্দরবাজারে অটোরিকশা পার্কিং করা নিয়ে অটোচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা সমাধানকল্পে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী মইনুল ইসলাম, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নিয়াজুল করিম, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর ফখরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।
বৈঠকে ব্যবসায়ীরা ভাঙচুরের ক্ষতিপূরণ বাবদ ১ লাখ ৯০ হাজার টাকা এবং অটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ব্যবসায়ী আহতদের চিকিৎসার্থে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অটোরিকশা শ্রমিক নেতারা ও ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে কারো মনে কোনো কষ্ট না রেখে বিষয়টি সমাধান করেন।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সিলেট বন্দরবাজারে অটোচালক ও সিটি সুপার মার্কেট ব্যাবসায়ীদের মধ্যে পার্কিং করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় ৮০টি অটোরিকশা ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়। সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসা খরচ বাবদ প্রায় ৫০ হাজার টাকা বলে জানা যায়।