Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নামে ২ মাম-লা

শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নামে ২ মাম-লা

নিজস্ব প্রতিবেদক,

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অর্ধ শতাধিক নেতার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২ নম্বর আমল আদালতে এ দুটি মামলা রুজু হয়।

 

পৃথকভাবে মামলা দুটি করেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহররের কালিঘাট রোড এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের ছাত্র একই এলাকার শাহদাত হোসেন।

 

মামলার অপর আসামিরা হলেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ আলী, সহসভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা আকরামুল হক সোহাগ, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ, কৃষকলীগ নেতা বদরুল আলম শিপলু, শ্রমিক লীগ নেতা মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মামুন আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন সাহিন, ছাত্রলীগ নেতা মোশাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমাস সুজাদ, ছাত্রলীগ নেতা আইবুর রহমান আকাশ, আজিজুর রহমান নাঈম, মো. আজমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ দেব জুয়েল, যুবলীগ নেতা শেখ নোমান, কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, কৃষকলীগ নেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মিয়া, যুবলীগ নেতা সাদিকুল ইসলাম, মো. আজমান মিয়া ও আইবুর রহমান আকাশ।

 

এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচি চলাকালে কৃষিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমে হামলা, জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মামলা দুটিতে অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments