স্পোর্টস ডেস্ক,
ক্রিকেটে বাংলাদেশি ভক্তদের কাছে প্রথম প্রেম—মোহাম্মদ আশরাফুল। লাল-সবুজের জার্সিতে তাকে আর না দেখা গেলেও ক্রিকেটের সঙ্গে এখনও জড়িয়ে আছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের টুর্নামেন্টে।
যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়া ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের আয়োজিত টুর্নামেন্টেও অংশ নেন আশরাফুল। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনালে খেলে তার দল ফরিদপুর। একই দলের হয়ে মাঠে নামেন আরেক বাংলাদেশি তারকা ইমরুল কায়েস।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লন্ডনে টুর্নামেন্টটির ফাইনালে হবিগঞ্জের মুখোমুখি হয় ফরিদপুর। দুই তারকা নিয়ে মাঠে নেমেও অবশ্য ফল নিজেদের পক্ষে আনতে পারেনি ফরিদপুর। শিরোপা নিষ্পত্তির ম্যাচে হবিগঞ্জের কাছে ১৪ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় আশরাফুল-ইমরুলদের।
এদিন আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১১৯ রান তোলে হবিগঞ্জ। দলের রান তোলায় সবাই মোটামুটি ভূমিকা রাখেন। হবিগঞ্জের স্কোরবোর্ডে যদিও আরও বড় রান তোলার আশা জাগে। কিন্তু বল হাতে হবিগঞ্জের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন ফরিদপুরের মঈন। যিনি মাত্র ৩ ওভার বোলিং করে ২০ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তার দল হারলেও ম্যাচসেরার পুরস্কার ওঠে মঈনের হাতে।
জবাব দিতে নেমে ১০৫ রানে থেমে যায় ফরিদপুরের ইনিংস। ব্যাট হাতে ব্যর্থ হন আশরাফুল ও ইমরুল উভয়ই। ওপেনিংয়ে নেমে ১০ রানের বেশি করতে পারেননি আশরাফুল। অন্যদিকে ওয়ানডাউনে নামা ইমরুল নামের পাশে যোগ করেন স্রেফ ৮ রান। দুই তারকার ব্যর্থতার দিনে জয়ের নাগাল পায়নি ফরিদপুর।
টুর্নামেন্টের ফাইনাল চলাকালীন আয়োজকদের অনেকেই উপস্থিত ছিলেন। তার মধ্যে থাকা সৈয়দ রাকিব ও ফারুক হোসেন টুর্নামেন্ট নিয়ে নিজেদের আশার কথা জানান। মূলত প্রবাসী বাঙালিদের মধ্যে মেলবন্ধন তৈরিতে এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন প্রবাসী বাঙালি ফারুক হোসেন।