দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
দোয়ারাবাজারে বসত বাড়ির সীমানা দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এক প্রবাসীর পরিবার।
রোববার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দক্ষিণ নতুন নগর গ্রামে মানববন্ধনে প্রবাসীর লোকজন জানান বিগত স্বৈরাচার সরকারের আমলে সৌদি প্রবাসী সমর আলীর বসত বাড়ির সীমানা দখল করে একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির আব্দুল আজিজ ও তার আত্মীয় স্বজন। এ নিয়ে স্থানীয় সালিশ বিচারে সীমানা পুনঃনির্ধারন করে দেওয়া হলেও প্রতিপক্ষের লোকজন প্রবাসীর ঘরের কাজে বাঁধা দিচ্ছে।
প্রবাসীর স্ত্রী দিলারা বেগম বলেছেন, আমার স্বামী প্রবাসে থাকাকালে তারা আ’লীগের প্রভাব দেখিয়ে আমাদের বসত বাড়ির জমি দখল করে নেয়। পরে সালিশে সীমানা নির্ধারণ করে দিলেও এখন তারা আমাদের ঘর বানাতে বাধা দিচ্ছে এবং হুমকি ধমকি দিয়ে আসছে।
প্রবাসী সমর আলী বলেছেন, আব্দুল আজিজ ও তার ভাই ভাতিজারা অত্যন্ত উগ্র ও লাঠিয়াল। আমি প্রবাসে থাকাকালে তারা অহেতুক বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ করে আসছিল। সামাজিক সালিশে সমাধান করা হলেও তারা আবার আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ নিয়ে বর্তমানে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হতে পারে।
মানববন্ধনে প্রবাসীর পরিবারের লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য ও গ্রামপঞ্চায়েতের লোকজন উপস্থিত ছিলেন।