Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের সং'ঘ'র্ষ, আ'হত ৪০

সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের সং’ঘ’র্ষ, আ’হত ৪০

স্টাফ রিপোর্টার,

সিলেট সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। মহানগরের সব সড়ক বন্ধ করে আন্দোলন করছেন সিএনজি অটোরিকশা চালকরা।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বন্দর বাজারে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও অতিরিক্ত ভাড়া নিয়ে সংঘর্ষ দফায় দফায় প্রায় দেড় ঘণ্টা চলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দুপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কারসহ ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, বন্দর বাজার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন।

এ সময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের বাকবিতণ্ডা শুরু হয়। এতে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দুপক্ষের মাঝে হাতাহাতি হয়।

 

স্থানীয়রা আরও জানান, এ ঘটনার জেরে কিছুক্ষণ পর দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটো চালকরা পিছু হটেন। কিছুক্ষণ পর ফের তাদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা। অজস্র ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। এ সময় হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করেন অটোচালকরা। ব্যবসায়ীরা প্রাইভেটকার ও অটোরিকশাসহ ২৫-৩০টি ঘড়ি ভাঙচুর করেন। বিকেল পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নেয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দুই পক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসেছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি বি এম আশরাফ উল্লা তাহের বলেন, অটোরিকশা পার্কিং নিয়ে ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments