ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে মোটরসাইকেল চালক ও আরোহীদের জীবন সুরক্ষায় হেলমেট পরিধানে উৎসাহিত করতে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে নিসচা।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহীর সুরক্ষা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে হেলমেট বিহীন ২ জন মোটর সাইকেল চালককে মাথায় হেলমেট পরিয়ে দেন ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও শ্রীমঙ্গল ট্রাফিক পরিদর্শক (টিআই) এস এম জালাল উদ্দীন ভূঁইয়া।
প্রধান অতিথি হেলমেট বিতরণকালে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিরোধে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে হেলমেট বিতরণ সুন্দর একটি পদক্ষেপ। হেলমেট পরিধানে দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে পারে এবং মারাত্মক হতাহতের ঝুঁকি কমায়। এ দেশের মানুষের মাঝে হেলমেট পড়তে না চাওয়ার প্রবণতা অনেক বেশি, আর এসব বিষয়ে তাদেরকে সচেতন করতে নিরাপদ সড়ক চাই এর এই হেলমেট বিতরণ উদ্যোগ একটি সময় উপযোগী পদক্ষেপ।’
বিশেষ অতিথি (টিআই) এস এম জালাল উদ্দীন ভূঁইয়া বলেন, ‘মোটর সাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যান মাথায় আঘাত পাওয়ার কারণে। তাই জনসচেতনতা বাড়াতে হেলমেট উপহার দিয়ে হেলমেট পরার জন্য মোটরসাইকেল চালকদের উৎসাহিত করতে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার এটি একটি ভালো উদ্যোগ।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, ৫ম বারের মতো আমাদের আজকের এই হেলমেট বিতরণ। তিনি আরও বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি। সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান মামুন, অর্জুন ঘোষ, দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার,দপ্তর সম্পাদক মো: দোলা মিয়া, সদস্য মো: আবুল কাশেম, মো: ইনাম উল্লা খান,মো: আলমঙ্গীর হোসেন সরদার, পার্থিব আহমদ প্রমুখ।