নিজস্ব প্রতিবেদক,
সিলেটে শাহপরান (রহ.) এর মাজারে উরশের নামে কুফর, শিরক, নাচ-গান, মদ-গাঁজা সেবনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সিলেট মহানগরীর হযরত শাহপরান (রহ.) মাজার গেট সংলগ্ন বাজারে ছাত্র-জনতা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের পক্ষে থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অসামাজিক, অইসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির উদ্যোগে বিশ্ব বরেণ্য ওলিয়ে কামেল হযরত শাহপরান (রহ.) এর পবিত্র মাজারকে কেন্দ্র করে উরশের নাচ-গান, মদ-জুয়া, গাঁজা, অশ্লীল নারী নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া কাজির বাজার মাদরাসার মহাদ্দিস শাহ মমশাদ আলী, ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, অসামাজিক-অইসলামিক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আফতারুল ইসলাম, শাহপরান মাজারের খাদেম সাজু আহমেদ, আত্-ত্বাকওয়া মসজিদের দায়িত্বশীল সবুর আহমেদ, শাহপরান মাজার মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।