Friday, November 8, 2024
Homeসারাদেশরংপুরে ১৪ জনকে অব্যাহতির পরে এবার  ছাত্রলীগের ১৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রংপুরে ১৪ জনকে অব্যাহতির পরে এবার  ছাত্রলীগের ১৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক:::

বর্ধিত সভায় উপস্থিত না থাকায় রংপুরে এবার ছাত্রলীগের ১৫ নেতাকে সংগঠন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করায় ১৩ নেতাকে এবং ধর্ষণের অভিযোগ ওঠায় এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়

গতকাল রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বেলা তিনটায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় যেসব নেতা উপস্থিত হননি, তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওছার হোসেন, সাধারণ সম্পাদক জি এম শাহজালাল, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন কাওছার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, পীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক শাহেদ প্রধান, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান ও আবদুর রাজ্জাক, বদরগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান, বদরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাকিব ইসলাম, পীরগাছা সরকারি কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক শাহ মো. প্রতীক খন্দকার, কাউনিয়া কলেজ শাখার সভাপতি মুন্না সরকার এবং হারাগাছ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া ছাত্রলীগের একাধিক নেতাকে আজ শুক্রবার সকালে মুঠোফোনে কল দিলে তাঁরা কেউ সাড়া দেননি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments