Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারমৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আ*ন্দোলনের শহিদি মার্চ পালন

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আ*ন্দোলনের শহিদি মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক,

 

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে শহিদি মার্চ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় মৌলভীবাজার জেলার সরকারি কলেজের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ শহিদি মার্চ অনুষ্ঠিত হয়।

 

শহিদি মার্চের নেতৃত্ব দেন মৌলভীবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার, আরিফ হোসেন, খাইরুল আলম সবুজ, জাবেদ মিয়া। মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা মার্চে অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, ইন্টারনেট ব্ল্যাক আউট করে নিরস্ত্র ছাত্রদের ওপর ফ্যাসিস্ট সরকার নৃশংস আক্রমণ চালায় এবং ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শাসনব্যবস্থা সৃষ্টি না হয়; সেজন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানানো হয়।

 

এছাড়াও তারা স্লোগান দিতে থাকেন ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। উক্ত শহিদি মার্চ মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে ছাত্র সমাজ সোচ্চার হওয়ার অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments