Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারসীমান্তে কিশোরী হ*ত্যা ‘জ*ঘন্য ঘটনা’, ঢাকার তীব্র প্রতি*বাদ

সীমান্তে কিশোরী হ*ত্যা ‘জ*ঘন্য ঘটনা’, ঢাকার তীব্র প্রতি*বাদ

 

নিজস্ব প্রতিবেদক,

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লালারচক এলাকায় বিএসএফের গুলিতে স্বর্ণ দাস নামে এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

 

পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দেয় যে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা-১৯৭৫ এর বিধানের লঙ্ঘন।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

 

সম্প্রতি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারায় স্বর্ণা দাস। সে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments