খেলাদুলা প্রতিবেদক :
ভারতে অর্থ উপার্জনে শোবিজ ও ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে উপরের দিকেই থাকেন ক্রিকেটারেরা। যত বড় ক্রিকেটার, তার তত বেশি অর্থ। শুধু খেলা থেকেই নয়, বিজ্ঞাপন এবং প্রচার থেকেও তারা অর্থ রোজগার করেন। তাদের আয়ের অংকটা যেমন বড়, তেমনি আয়করও অনেক। ক্রিকেটাররা কে কত টাকা আয়কর দেন, এর একটি তালিকা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় দেখা গেছে, বছরে ৬৬ কোটি টাকা আয়কর দেন ক্রিকেটার বিরাট কোহলি।
জানা গেছে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আয়কর প্রদানের ক্ষেত্রে সবার আগে রয়েছেন কোহলিই। দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন, তিনি চার বছর আগে ক্রিকেট খেলা ছেড়েছেন। কিন্তু বিজ্ঞাপনের সুবাদে টিভিতে পরিচিত মুখ তিনি। হ্যাঁ ঠিকই ধরেছেন, তিনি মহেন্দ্র সিংহ ধোনি। বছরে ৩৮ কোটি টাকা আয়কর দেন ধোনি। এদের পর শচীন টেন্ডুলকর ২৮ কোটি টাকা আয়কর দেন। সৌরভ গাঙ্গুলির প্রদেয় আয়কর ২৩ কোটি টাকা। এখনকার ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়া ১৩ কোটি টাকা এবং ঋষভ পন্থ ১০ কোটি টাকা আয়কর দেন।
ভারতীয় শোবিজ সেলিব্রেটিদের মধ্যে সবার আগে শাহরুখ খানের নাম। তিনি বছরে ৯২ কোটি টাকা আয়কর দেন। কিং খানের পরে রয়েছেন তামিল অভিনেতা বিজয় (৮০ কোটি)। প্রথম পাঁচে রয়েছেন যথাক্রমে সাললমন খান (৭৫ কোটি), অমিতাভ বচ্চন (৭১ কোটি) এবং কোহলি ৬৬ কোটি।