বিনোদন প্রতিবেদক :
নিজের অভিনীত প্রথম চলচ্চিত্রের মাধ্যমে ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন শবনম ফারিয়া। বেশ কয়েকটি পদক পায় তার অভিনীত অনম বিশ্বাসের ‘দেবী’ চলচ্চিত্রটি। এই ছবির মাধ্যমে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন শবনম ফারিয়া। এই অভিনেত্রীর দাবি – দ্বিতীয় পুরস্কারটিও দেবীর ঘরে যাওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শবনম ফারিয়া এই প্রসঙ্গে বলেন, কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবী’র জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী। পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম!
তিনি আরও বলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই। কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া থেকে শুধু মাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকরিতার জন্য না।
উল্লেখ্য, ২০১৮ সালের সেই পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছিলেন ঢাকার চলচ্চিত্রের মিষ্টি হাসির নায়িকা খ্যাত গুণী অভিনেত্রী সুচরিতা। তিনি ‘মেঘকন্যা’য় অভিনয় করে এই পুরস্কার পান। অন্যদিকে, দেবী চলচ্চিত্রটি ছিল শবনম ফারিয়া অভিনীত প্রথম ছবি। সরকারি অনুদানের এই ছবিটির প্রযোজক জয়া আহসান।