জালাল উদ্দিন লস্কর,(হবিগঞ্জ প্রতিনিধি)::
মাধবপুর থানা পুলিশ ছিনতাই ঘটনা সংঘটিত হওয়ার ৬ ঘন্টার মধ্যে ২ ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত টাকার কিয়দংশ উদ্ধার করেছে।আটককৃত ছিনতাইকারীর নাম নাজিম মিয়া ও ওয়াসিম মিয়া।নাজিমের পিতার নাম বাচ্চু মিয়া।ওয়াসিম আবু কালামের ছেলে।দুই ছিনতাইকারীই মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়,মাধবপুর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী সুভাষ ভৌমিক এর পিকআপ এর ড্রাইভার নয়ন দেবনাথের কাছ থেকে গত মঙ্গলবার (২২ আগস্ট) ২ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় ২ ছিনতাইকারী। ঘটনার ৬ ঘণ্টার মধ্যে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান এসআই তরিকুল ইসলাম, এ এসআই জিয়া, এ এস আই নুরুল হক, সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানার বিভিন্ন স্থান থেকে ছিনতাইকারীদের আটক করে।আটকদের কাছ থেকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করেছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানিয়েছেন তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।