Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটদেশের স্থিতিশীলতা উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে: শেখ...

দেশের স্থিতিশীলতা উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে: শেখ রাসেল হাসান

মিজানুর রহমান (লাভলু),কানাইঘাট প্রতিনিধি::

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার
বাংলা বির্নিমানে বর্তমান সরকার দেশকে সব দিক থেকে এগিয়ে নিচ্ছে।আমরা সবাই যদি দেশের জন্য কাজ করি তাহলে একটি উন্নত সমৃদ্ধশালী জাতি হিসেবে সবাই গর্ববোধ করব। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান গতকাল বৃহস্পতিবার ৪টায় কানাইঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রদান,গন্যমান্য
ব্যক্তিবর্গ এবং সুধীজনদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক প্রতিটি দপ্তরের সরকারি কর্মকতার্দের কাছ থেকে তাদের দপ্তরের সেবার পরিধি ও সমস্যার কথা মানযোগ সহকারে শুনেন এবং এব্যাপারে প্রদক্ষেপ নিবেন বলে জানান। এছাড়া সবাই জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখলে তিনি দ্রুত এব্যাপারে বিহীত ব্যবস্থা নিবেন বলে জানান। বিশেষ করে সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনসাধারনের জন্য নেওয়া সেবা নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান জেলা
প্রশাসক শেখ রাসেল হাসান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এমএ হান্নান,থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জেমসলিও ফারগুশন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, দিঘীরপার ইউ/পির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউ/পির চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউ/পির চেয়ারম্যান আফসর উদ্দিন আহমদ চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুন নূর, সাধারন সম্পাদক মাহবুবুর রশিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তনয় কুমার বর্ধন,কৃষি সম্প্রসারন কর্মকতার্ হায়দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকতার্ গোপাল চন্দ্র সূত্রধর, যুব উন্নয়ন অফিসের সহকারি কর্মকর্তা আব্দুল আউয়াল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments