Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জপূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন 

পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ওই ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচড় গ্রামের মৎস্যচাষি মোঃ রবিউল ইসলাম ৫-৬ বছর থেকে জমিতে একটি পুকুর করে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মোঃ রবিউল ইসলাম বলেন,একটি পুকুরের প্রায় দুই লাখ টাকার মাছ ছিল। আর কয়েক দিন পর মাছগুলো বাজারে বিক্রি করলে প্রায় ৫ লাখ টাকার বিক্রি হত। সকালে ঘুম থেকে উটে পুকুরে এসে দেখি মাছগুলো মরে ভেসে আছে। পুকুরে বিষ দেয়ায় কারণে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।

 

আমলগ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত সুনামগঞ্জে ৩-জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন একি ইউনিয়নের আফছরনগর গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র শহর আলী(৩৫) পলিরচর গ্রামের আপ্তাব আলীর পুত্র সমর আলী(৪০) ও সমর আলীর পুত্র সাইদুল ইসলাম(২১)

 

অভিযোগ পত্রে মোঃ রবিউল ইসলাম বলেন,

দির্ঘদিন থেকে আসামীগণ আমাকে বেকায়দায় ও অসুবিধায় ফেলার জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। ঘটনার দিন আসামীগণ ও আসামীগণের পরিবারের মহিলা সদস্যসহ অহেতুকভাবে আমাকে অশ্লীল গালিগালাজ করেন। আমাকে উদ্দেশ্য করে বলেন আমাকে বিনাশ করে ছাড়বে,আমাকে ক্ষতিগ্রস্ত করে সর্বস্বান্ত করবে। এবং এ বিষয়ে মামলা করলে আমাকে প্রাণেমারার হুমকি পর্যন্ত দিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে শহর আলী বলেন আমার বাড়ি থেকে রবিউলের বাড়ি অনেক দূরে এবং আমার উপর আনিত অভিযোগ সঠিক নহে।,বাকি দুই জনের মোবাইলে কল করলে রিসিভ করেন নি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments