Friday, November 8, 2024
Homeবিনোদননতুন বছর বিয়ে করবো : মিষ্টি জান্নাত

নতুন বছর বিয়ে করবো : মিষ্টি জান্নাত

 

 

বিনোদন প্রতিবেদক :

ঢাকার চলচ্চিত্রের তরুণ প্রজন্মের প্রিয় মুখ মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক বড় পর্দায়। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

আজ ২ সেপ্টেম্বর ডাক্তার – নায়িকা মিষ্টির জন্মদিন। আজকের এই দিনে খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। খুলনায় জন্ম হলেও মিষ্টি ঢাকায় বসবাস করছেন। তবে এই মুহূর্তে তিনি জার্মানি রয়েছেন। অচিরেই সেখানে পুরোপুরিভাবে স্থায়ী হচ্ছেন বলে জানিয়েছেন। এবারই তিনি প্রথমবারের মতো বিদেশের মাটিতে জন্মদিন পালন করছেন। নিজের জন্মদিন ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন মিষ্টি জান্নাত।

 

এই মুহূর্তে আপনি কোথায় আছেন ? এমন প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন, এই মুহূর্তে জার্মানি আছি। সম্প্রতি এখানকার বাসিন্দা হয়েছি। যে কারণে প্রতিবছর ছয়মাস করে এখানে থাকতে হবে। আমি যখনই ফ্রি থাকি এখানে চলে আসি। কিছুদিন আগে জার্মানির নাগরিকত্বের কার্ড পেয়েছি। এবার জার্মানিতেই জন্মদিন পালন করছি।

প্রথমবারের মতো ভিনদেশে জীবনের বিশেষ দিনটি কাটাচ্ছি। ব্যস্ততার কারণে ছুটি তো সেভাবে পাই না। তাছাড়া সম্প্রতি দেশের রাজনীতিক অস্থিরতার কারণে কয়েকমাস ধরে ক্লিনিকে রোগী কম। যার কারণে বর্তমানে ক্লিনিক বন্ধ রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অক্টোবরের মধ্যে হয়তো পুরোপুরি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন থেকে ক্লিনিক চালু থাকবে। যেহেতু এখন ফ্রি আছি সেই সুযোগ লুফে নিয়েছি। মাকে নিয়ে অবকাশ যাপন করছি। চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে দেশে আসব।

 

মিষ্টি জানালেন, এবারের জন্মদিন ঘিরে কোনো পরিকল্পনা নেই। যেহেতু দেশের বাহিরে এবার প্রথম জন্মদিন – এই জন্য কিছুটা মন খারাপ লাগতেছে। আব্বুকে ছাড়া জন্মদিন করতে হচ্ছে ভেবে আরও বেশি খারাপ লাগছে। জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছি। সবাই বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন বেশ ভালো লাগছে। আজকের দিনটি আমার জন্যে অনেক স্পেশাল। প্রতিবছর এদিনের জন্য মুখিয়ে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

সাম্প্রতিক সময়ে ডাক্তারি পেশা ও ব্যবসা নিয়েই মিষ্টির ব্যস্ততা। তিনি বলেন, দেশে ফিরে পুরোপুরি ব্যবসায় মন দেবো। এই মুহূর্তে জার্মানিতে একটি ক্লিনিকে জব করছি। সেই সঙ্গে দুবাইতেও জব করছি। দুই দেশ থেকেই টাকা উপার্জন করছি। শীঘ্রি পুরোপুরি স্থায়ীভাবে জার্মানিতে বসবাস শুরু করবো। তখন শুধু জার্মানিতেই জব করবো। পাশাপাশি নিজেই ব্যবসা দেবো। এখানে একটি ক্লিনিক করার ইচ্ছে আছে। আর দুবাই পার্টনারশিপ থাকবে।

 

চারটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও দেশের চলমান অস্থিরতার জন্য মিষ্টি অভিনীত ছবিগুলোর কাজ বন্ধ রয়েছে। পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই কাজগুলোর প্রস্তুতি নিচ্ছি। আগামী নভেম্বরে শুরু করার পরিকল্পনা আছে। ততদিনে নিজেকে আরও ভালো করে প্রস্তুত করতে পারবো। দেশের পরিস্থিতি ও নিরাপত্তার ওপর সবকিছু নির্ভর করছে। তবে সামগ্রিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো। আমি কষ্ট করতে ভালোবাসি। আমার যখন কাজ থাকে না, তখন কাজ খুঁজে বের করি।

 

কবে বাজবে বিয়ের সানাই – এমন প্রশ্ন করতেই মিষ্টি জান্নাত বলেন,

দেশ – বিদেশ থেকে বিয়ের অনেক প্রস্তাব আসছে। বিয়ে দেওয়ার জন্য পরিবার থেকে অনেক চাপ আছে। আমিও এখন বিয়ে নিয়ে ভাবছি। বিয়ে তো জীবনের একটি অংশ। সবকিছু ঠিক থাকলে আগামী এক বছর পর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে বিয়ে করবো। ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে আছে।

 

সবশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে তিনি বলেন, শান্তিপ্রিয় একটি বাংলাদেশ চাই। আমরা সাধারণ জনগণ সবসময় শান্তি চাই। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, শান্তির বিকল্প কিছু নেই। সুস্থভাবে যেন আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি। দেশের নিরাপত্তা যেনো আরও ভালো হয় সেই কামনা করবো। যদিও এখন নিরাপত্তার সমস্যা রয়েছে। অচিরেই জনজীবনে স্বস্তি ফিরে আসুক। দুর্নীতিমুক্ত সুন্দর একটি দেশ গঠনে সরকার ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করি। আমরা আর হানাহানি চাই না। দেশে শান্তি ফিরে আসুক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments