নিজস্ব প্রতিবেদক,
বেতন বৃদ্ধি, নাইট বোনাস, প্রত্যেক শ্রমিককে প্রোডাকশন বোনাস, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে ১০০% উন্নত চিকিৎসা নিশ্চিত করণ, কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে সহায়তা নিশ্চিত করা, কর্মঘণ্টা নির্ধারণ, চাকরি স্থায়ীকরণ, শ্রমিক নির্যাতন বন্ধসহ ৩০ দফা দাবিতে হবিগঞ্জের অলিপুর প্রাণ কোম্পানিতে বিক্ষোভ করেছেন কোম্পানির শ্রমিকরা।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কর্ম বিরতি দিয়ে আন্দোলন শুরু করে কোম্পানির কয়েক হাজার শ্রমিক। একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনীর একটি দল কোম্পানিতে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
এসময় শ্রমিকরা জানান, অলিপুর প্রান ইন্ডাস্ট্রিতে প্রায় ১২ হাজার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। প্রতিষ্ঠানে শ্রমিকরা নানাভাবে হয়রানি ও বৈষম্যের শিকার হচ্ছেন।
পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম পারিশ্রমিক দেয়া হয় না। প্রাপ্ত ছুটি ও খাবারের মান নিয়েও নানা অভিযোগ রয়েছে শ্রমিকদের। এসব সমস্যা সমাধানে আন্দোলন করতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের ৩০ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আরএফএল কোম্পানির শ্রমিকরা। রোববার তারাও একই দাবীতে আন্দোলন করেছিল।
এ বিষয়ে জানতে আরএফএল’র এজিএম এডমিন মো. সাইফুর রহমানকে ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।