Friday, November 8, 2024
Homeরাজনীতিবিএনপিহবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক,

 

হবিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট বিভাগীয় বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরস্থ শায়েস্তানগর এলাকায় জিকে গউছের বাসায় বিএনপি নেতা কর্মীদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিম, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

 

ভার্চুয়ালি মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বহু ত্যাগ, তিতীক্ষা এবং প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে এই দীর্ঘ সময় অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। জনগণের মাঝে অনেক পরিবর্তন এসেছে, দেশের মানুষ আজ বুঝতে শিখেছে। সুতরাং আমাদেরকে দেশের মানুষের চাহিদার মূল্যায়ন করতে হবে। আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে।

 

তিনি আরো বলেন, আজ আমাদের দলের কিছু নেতাকর্মী দলের সুনাম নষ্ট করে নিজের স্বার্থ বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে। কেউ যদি দলের সুনাম নষ্ট করে অপকর্মে লিপ্ত হয় আমি যখনই সুযোগ পাবো তাদের আইনের হাতে তুলে দেব এটা আমার প্রতিজ্ঞা। কিছু অদৃশ্য শক্তি বা রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের চিহ্নিত করতে হবে এবং তৃণমূল নেতাকর্মীদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে ভেবে কেউ যদি মনে করে আমাদের কোনো প্রতিপক্ষ নেই, আমরা ফাঁকা মাঠে গোল দেব তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। বিগত দিনে দেশে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সামনের দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণ আলাদা এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।

 

সভায় তিনি ‌সামনের নির্বাচন সম্পর্কে দলের নেতাকর্মীদের আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments