Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগশাহজালালের মাজার থেকে সাদা পাথর ভ্রমণে যায় দুই বন্ধু, এরপর যা ঘটলো 

শাহজালালের মাজার থেকে সাদা পাথর ভ্রমণে যায় দুই বন্ধু, এরপর যা ঘটলো 

 

সিলেট প্রতিনিধি:

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে এক বন্ধুর হাতে আরেক বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ভোলাগঞ্জ সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলা ছড়ায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. বাপ্পি।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি ও তাজ উদ্দিন শুক্রবার সাদা পাথর এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে তারা সীমান্তবর্তী কমলা ছড়ায় যায়। সেখানে গিয়ে টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

 

এ সময় তাজ উদ্দিন লাঠি দিয়ে বাপ্পির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাজ উদ্দিন নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয় জানায়।

 

এর আগে তারা এক সপ্তাহ শাহজালাল মাজারে ছিল। সেখান থেকে এসেছিল সাদা পাথর। হত্যাকারী তাজ উদ্দিন সুনামগঞ্জের তাহিরপুরের বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

 

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাজ উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। মরদেহ পুলিশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments