নিজস্ব প্রতিবেদক,
উজানের তীব্র ঢল আর বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের ৪ উপজেলার ৫৫ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘর পুরোপুরি ধ্বংস হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা মানুষ। সম্প্রতি, উজানের ঢলে মনু ও ধলাই নদের বাঁধ ভেঙে যায় অন্তত ২০ জায়গায়। প্রশাসন বলছে, তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।
মৌলভীবাজারের রাজনগরের কৃষক কুতুব মিয়া। বন্যার পানির স্রোতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তাঁর থাকার ঘরটি। এমনকি ঘর থেকে বের করতে পারেননি কিছুই। এখন মাথা গোঁজার ঠাই নিয়ে দুশ্চিন্তায় তিনি।
কুতুব মিয়ার মতো রাজনগরের অনেক পরিবারের একই অবস্থা। কুলাউড়া, কমলগঞ্জ আর সদরের পরিস্থিতিও আলাদা নয়। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত নিয়ে আশার আলো দেখছেন না দরিদ্র মানুষ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কাঁথা-বালিশ, মশারি সবকিছু ভাইসা গেছে।’
আরেক বাসিন্দা বলেন, ‘আমার ঘরবাড়ি তুলতে হইলে টাকা-পয়সা দরকার আছে। টিনের দরকার আছে। আমরা পামু কই গরীব মানুষ।’
প্রশাসন বলছে, ক্ষতির শিকার পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ এলেই তাঁদের পুনর্বাসন করা হবে।
মৌলভীবাজার রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা আমরা করেছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও তাদের বিষয়ে জানানো হয়েছে। আমরা বরাদ্দ পেলে আমরা এখানকার বাসিন্দাদের পুনর্বাসন সহায়তা দিতে পারব।’